মঙ্গলবার ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। প্রথম দুটি একদিনের ম্যাচে জয়ের সুবাদে ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে ভারত। তাই তৃতীয় একদিনের ম্যাচ হতে চলেছে কার্যত নিয়মরক্ষার।ভারতীয় দলে করা হতে পারে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। অভিষেক হতে পারে রজত পাতিদারের।একইসঙ্গে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, সেইসব জায়গায় ঘাটতি পূরণ করতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মিডল ওভারে খুব একটা স্বচ্ছন্দে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের।সেদিকটা ঠিক করার লক্ষ্যেও ইন্ডোরে নামবে ব্লু-ব্রিগেড।কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক-

ভারতের সম্ভাব্য একাদশ


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব/রজত পাতিদার, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে।বাহাতি স্পিনার মিচেল স্যান্টনার বারবার অস্বস্তিতে ফেলেছেন বিরাটকে।সেখান থেকে ঘুরে দাঁড়াতে বিশেষ হোম ওয়ার্কও করছেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াও সেভাবে জ্বলে উঠতে পারেননি।তাই তৃতীয় একদিনের ম্যাচে তার দিকেও থাকবে বিশেষ নজর। ভারতীয় বোলিং বিভাগেও হতে পারে পরিবর্তন। দলে ঢুকতে পারেন যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক। এই দু’জন বোলারই খেলেননি ভারত-নিউজিল্যান্ড সিরিজে।

অন্যদিকে, নিউজিল্যান্ড চাইবে সম্মানের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে জিততে। প্রথম একদিনের ম্যাচে মহাকাব্যিক প্রত্যাবর্তন ঘটিয়েও তীরে এসে তরী ডোবে। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় পেসারদের বিরুদ্ধে কিউয়ি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল। নিউজিল্যান্ডের টপ ব্যাটারদের অফফর্ম অবশ্যই চিন্তায় রাখছে ব্ল্যাক-ক্যাপসদের। ভারতের মাটিতে বিশ্বকাপের শেষ মহড়ায় কতটা ভালো পারফর্ম করে নিউজিল্যান্ড এখন সেটাই দেখার!

మరింత సమాచారం తెలుసుకోండి: