আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মোট ৩৯২টি স্পেশাল ট্রেন চালবে রেল। মঙ্গলবার এমনটাই জানাল রেলমন্ত্রক। ওইসব ট্রেনের মধ্যে ৩৩ জোড়া ট্রেন পেল বাংলা। বিশেষ ট্রেন হিসেবে ওইসব ট্রেনগুলিতে ভাড়া একটু বেশি হবে। এক্ষেত্রে ১০-৩০ শতংশ ভাড়া বাড়তে পারে। তবে তা নির্ভর করছে যাত্রী কোন শ্রেণির টিকিট কেটেছেন তার ওপর। ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-জম্মু-তাওয়াই, হাওড়া-রক্সৌল, কলকাতা-গোরক্ষপুর, সাঁতরাগাছি-পুদুচেরি, রাঁচি-হাওড়া-র মতো ট্রেন।
click and follow Indiaherald WhatsApp channel