দেশের সব মানুষের ‍মুখের ভাষা হিন্দি যাতে হয় তা নিয়ে এবার সওয়াল করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । শনিবার দিল্লিতে পালিত হচ্ছে ‘হিন্দি দিবস’। সেই উপলক্ষ্যেই এ দিনের টুইটে অমিত লিখেছেন, ‘‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’’
‘দেশের সব ভাষারই স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে’, এ কথা স্বীকার করেও বিজেপি সভাপতি এ দিন বলেন, ‘‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’’
এ ব্যাপারে পরে আরও একটি টুইট করেন অমিত। সেই টুইটে তিনি মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। সেই টুইটে অমিত লেখেন, ‘‘আজ হিন্দি দিবস। এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য আমি আপামর দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ, সেটাই মহাত্মা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের স্বপ্ন ছিল। হিন্দি দিবসের শুভেচ্ছা রইল।’’
এ দিন হিন্দি ভাষার পক্ষে জোর সওয়াল করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাও। তাঁর টুইটে লেখেন, ‘‘হিন্দি ভাষাই আমাদের আশা। আমাদের যাবতীয় আকাঙ্খা পূরণের হাতিয়ারও। হিন্দিই সেই ভাষা, যা দেশের সব মানুষকে একজোট করতে পারে।’’ হিন্দি দিবস উপলক্ষে তিনি দেশের হিন্দি ভাষার সব লেখক, কবি ও সাংবাদিককে শুভেচ্ছাও জানিয়েছেন।
হিন্দি ভাষার পক্ষে জোরাল সওয়াল করে কার্য আর একটা বির্তকের সৃষ্টি করলেন অমিত শাহ । তাঁর টুইটের কিছুক্ষণ পরেই পাল্টা মন্তব্য করেন স্ট্যালিন ।


మరింత సమాచారం తెలుసుకోండి: