স্বাধীনতা দিবসের(Independence Day) আগে বড়পর্দায় মুক্তি পাচ্ছে গদর(Gadar Ek Prem Katha) ছবির সিক্যুয়েল গদর ২-দ্য কথা কন্টিনিউস(Gadar 2-The Katha Continues)।যে ছবিতে দীর্ঘদিন পর জুটি বেঁধেছেন তারা সিং ও সাকিনা(Tara Singh & Shakina) ওরফে সানি দেওল এবং আমিশা প্যাটেল(Sunny Deol & Ameesha Patel)।অনিল শর্মা(Anil Sharma) পরিচালিত এই ছবিতে জিতে-র ভূমিকায় দেখা যাবে উৎকর্ষ শর্মাকেও(Utkarsh Sharma)।১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে ছবি।বহু মানুষ যে গদর ২ দেখার অপেক্ষায় দিন গুনছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।এরই মধ্যে বড় পরিকল্পনা করেছেন নির্মাতারা।গদর নিয়ে দর্শকের মধ্যে নস্টালজিয়া জিইয়ে রাখতে চান পরিচালক অনিল শর্মা।দীর্ঘ ২১ বছর পর আরও একবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে গদর-এক প্রেম কথা।বলিউডের সর্বকালের  অন্যতম সেরা ব্লকবাস্টারের তালিকায় নাম লিখিয়েছিল যে ছবি।২০০১সালের ১৫জুন সিনেমাহলে মুক্তি পেয়েছিল গদর।যদিও এবছর ১৫জুন নয়, ৯ জুন ফের মুক্তি পাবে সানি দেওল অভিনীত জমজমাট রোম্যান্টিক-অ্যাকশন ফিল্ম।শোনা যাচ্ছে,গোটা দেশে মাল্টিপ্লেক্সের পাশাপাশি বহু সিঙ্গলস্ক্রিনেও মুক্তি পাবে ছবি।এমনকি গদর মুক্তি পাবে বেশ কিছু আইকনিক সিনেমা হলেও।আধুনিক প্রযুক্তিতে কি ভাবে ছবির প্রদর্শন করা যায়।সেই কাজেই ব্যস্ত রয়েছেন নির্মাতারা।খুব শীঘ্রই হলের তালিকা প্রকাশ্যে আসবে বলেই খবর।

২০০১সালের ১৫জুন একইসঙ্গে মুক্তি পেয়েছিল দুটি ছবি।তার একটি ছবি যদি হয় গদর-এক প্রেম কথা।তবে অন্য ছবিটি হল লগন। সানি দেওলের গদর যখন দেশের বক্সঅফিসের একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।তখন লগন ছবিতে আমিরের অভিনয় প্রশংসিত হচ্ছে গোটা বিশ্বের মানুষের কাছে।জায়গা করে নিচ্ছে অস্কার নমিনেশনের তালিকায়।ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে গদর যে অন্যতম একটি ছবি তা বলার অপেক্ষা রাখে না।আগামী ৯জুন মুক্তি পাবে তারা সিং ও সাকিনার সেই অমর প্রেম কাহিনি।তার মাস খানেকের মধ্যেই বড়পর্দায় আসছে গদর ২।তাই গদর নিয়ে দর্শকের মধ্যে নস্টালজিয়া জিইয়ে রাখতে চান নির্মাতারা।সেই কারণেই পর্দায় গদর-কে ফিরিয়ে আনার এই পরিকল্পনা।

మరింత సమాచారం తెలుసుకోండి: