পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। আর রাঁচিতে সোমবার ঘোষণা হল সেই মামলার সাজা। রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানার সাজা দেওয়া হয়েছে পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায়। এক হাজার ৩৯ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সিবিআই কোর্ট(CBI Special Court) গত সপ্তাহেই RJD নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্য মন্ত্রী লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করে। তিনি ছাড়াও এই মামলায় প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, তৎকালীন PAC চেয়ারম্যান ধ্রুব ভগত, পশুপালন দফতের সচিব বেক জুলিয়াস এবং পশুপালন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে এম প্রসাদ প্রধান অভিযুক্ত।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখী হয়ে নির্বাচনী রাজনীতিতে ফিরতে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল আরজেডি প্রধানের কণ্ঠে। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে সেদিন তিনি বলেছিলেন, তিনি সংসদীয় রাজনীতিতে ফিরবেন। কয়েকদিন আগেই তিনি দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখী হয়ে নির্বাচনী রাজনীতিতে ফিরতে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল আরজেডি প্রধানের কণ্ঠে। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে সেদিন তিনি বলেছিলেন, তিনি সংসদীয় রাজনীতিতে ফিরবেন। আর ভোটে জিতেই তিনি ফের একবার সংসদে যাবেন। তবে পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় লালুপ্রসাদ যাদব দোষী সাব্যস্ত হতেই তাঁর যাবতীয় আশা নিয়ে জল্পনা চড়তে থাকে। এরপর সোমবার ২১ ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার সাজা।

మరింత సమాచారం తెలుసుకోండి: