অন্যদিকে, শিবসেনার সঙ্গে কঙ্গনার তরজা অব্যাহত। তারই মাঝে মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। রাজভবন থেকে বের হয়ে কঙ্গনা জানালেন, ''আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা জানিয়েছি, আশা করি ন্যায়বিচার পাব। আমি কোনও রাজনীতিবিদ নই, সাধারণ নাগরিক হিসাবেই দেখা করেছি। আমি ন্যায়বিচার পেলে, দেশের অন্যান্য মহিলাদেরও সিস্টেমের প্রতি আস্থা ফিরবে। উনি অভিভাবাক। আমি ভাগ্যবান, যে উনি নিজের মেয়ের মতো আমার কথা শুনেছেন''। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার কথা থাকলেও কঙ্গনা রাজভবনে কিছুটা সময় আগেই পৌঁছে গিয়েছিলেন। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বোন তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল।
click and follow Indiaherald WhatsApp channel