জল্পনার অবসান। তৃণমূলের ফিরলেন ব্যারাকপুরের সাংসাদ অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তাঁর তৃণমূল কংগ্রেস (TMC) 'ঘরওয়াপসি' ঘটল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে, নিজের পুরনো দলে যোগ দিলেন তিনি। সেখানে উপস্থিত ছিল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকরা।

গত বেশ কয়েক দিন ধরেই বিজেপিতে বেসুরো হয়ে উঠেছিলেন অর্জুন। পাটজাত পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দাগতে শোনা গিয়েছিল রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতিকে। তার পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব ক্রমেই বেড়েছিল তাঁর। সেই দূরত্ব শেষ পর্যন্ত এতটাই বেড়ে গেল যে, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন অর্জুন। রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি জল্পনা আরও বাড়িয়ে দেন। এদিন তিনি বলেন, ''কোনও ঘটনা ঘটলে জানতে পারবেন। আজই কলকাতায় যেতে হতে পারে। পাটের দাম নিয়ে অনেক সময় দিয়েছি।  কেন্দ্রকে অনেক সময় দিয়েছি। কাউন্টডাউন শেষ, কাউন্টডাউন শুরু, বিজেপিতে থাকব কি না সময় বলবে।'' প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হিন্দিতে একটি টুইট করেন ব্যারাকপুরের সাংসদ। যার অর্থ এই আবহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। তিনি লিখেছিলেন, ‘শুনছি আজ সাগর নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় এসেছে, সেখানে নৌকা নিয়ে যাওয়া হোক।’ যদিও নিজে বার বার দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন অর্জুন। কিন্তু রবিবারের সাংবাদিক বৈঠকে অর্জুনকে দেখা গিয়েছে ভিন্ন মেজাজে।


మరింత సమాచారం తెలుసుకోండి: