ইউক্রেনকে (Ukraine) গোলের ভেলায় ভাসিয়ে দিয়ে সেমিফাইনালের (Semi Final) টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড (England)। ৪-০ গোলে ইউক্রেনকে কার্যত বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল ইংল্যান্ড। এই প্রথম ইউরো কাপের (Euro Cup) কোনও নকআউট ম্যচে ৪টি গোল করে ইংল্যান্ড। প্রতিপক্ষের  কোনও গোল হজম না করে সোজা সেমিফাইনালে ইংল্যান্ড। ভক্তদের কাছে এই রেকর্ড একেবারে অপ্রত্যাশিতই ছিল বটে। আগামী ৮ জুলাই সেমি ফাইনালে প্রতিপক্ষ ডেনমার্ক। তার আগে একাধিক নজির গড়ে ফের চর্চায় অধিনায়ক হ্যারি কেন। ১) দীর্ঘ ২৫ বছর পরে ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড। এর আগে শেষ বার ১৯৯৬ সালে ইউরোর শেষ চারে উঠেছিল তারা। ২) বিশ্বকাপ ও ইউরো কাপের মতো প্রতিযোগিতায় এখনও পর্যন্ত নয়টি গোল করে ফেলেছেন হ্যারি কেন। জায়গা করে নিলেন অ্যলান শিয়েরারের পাশে। ৩) হ্যারি কেন হলেন ইংল্যান্ডের প্রথম ফুটবলার যিনি ইউরোপিয়ান নক আউট প্রতিযোগিতায় জোড়া গোল করলেন। শনিবার রাতে ইউক্রেনের বিরুদ্ধে তাঁর কাছে হ্যাটট্ট্রিক করার সুযোগও চলে এসেছিল। ৪) চলতি ইউরো কাপে ইংল্যান্ড হল একমাত্র দল যারা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনও গোল হজম করেনি।

অন্যদিকে, নিজের মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। এমনই এক রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন (UDISE)। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়ারা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হন। অন্যদিকে, ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া। এমনকী ওই রিপোর্টে উল্লেখ, প্রতিবেশী রাজ্য ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী মানুষ রয়েছেন। কিন্তু সেখানেও পড়ুয়াদের ৮০ শতাংশই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: