বিরল 'সেঞ্চুরির' সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি করতে পারেন বিরাট। ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁতে কোহলির দরকার মাত্র ৩টি ছক্কা। বিরাট এখনও পর্যন্ত কেরিয়ারের ১০১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৯৩টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। রবিবার বাবরদের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকালে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা মারার নজির গড়বেন কোহলি। তাঁর আগে কেবল রোহিত শর্মা এমন কৃতিত্ব অর্জন করেছেন। হিটম্যান ১৩৪টি ম্যাচের ১২৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৫টি ছক্কা মেরেছেন।

অন্যদিকে, বিরাট কোহলি কত রান করলেন তা নিয়ে ভাবতে রাজি নন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচ জানালেন যে, তিনি নজর দেবেন বিরাট রানটা কী ভাবে করল তার উপর এবং সেই রান দলের কতটা কাজে লাগল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে জানালেন দ্রাবিড়। দীর্ঘ দিন ধরে রান পাচ্ছিলেন না বিরাট। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভাল শুরু করলেও আউট হয়ে যান। হংকংয়ের বিরুদ্ধে যদিও ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। কিন্তু বিরাটের স্ট্রাইক রেট বার বার চিন্তায় রাখছে দলকে। দ্রাবিড় যদিও সে সব নিয়ে ভাবতে রাজি নন। ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়ে দ্রাবিড় বলেন, “বিশ্রামের পর ফিরে এসেছে বিরাট। খুব তরতাজা রয়েছে। এখানে আশা করি সব ম্যাচই খেলতে পারবে। মাঠে সময় কাটাতে হবে। আশা করছি ও রানে ফিরবে এবং এই প্রতিযোগিতায় ভাল ছন্দে খেলবে।”

మరింత సమాచారం తెలుసుకోండి: