এই মুহূর্তে শুটিং ও প্রযোজনার কাজে ব্যাস্ত রয়েছেন সেফ আলি খান।তাঁর পরবর্তী ছবি ‘জওয়ানি জানেমন’।তাঁর সঙ্গে জ্যাকি ভাগনানী ও জয় সেওয়াক্রমনিরাও কাজ করছেন লন্ডনে।এই ছবিতেই বড় পর্দায় আসার কথা ছিল সারা আলি খানের তার বাবার সাথেই।কিন্তু শেষ পর্যন্ত তিনি চরিত্রটি করছেন না।তাঁর জায়গায় চরিত্রটিতে অভিনয় করছেন পূজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা।
কিন্তু সারার এই চরিত্রটিতে অভিনয় না করার কারণ হল তার বাবার নিষেধাজ্ঞা।ছবিতে সেফের চরিত্রটি পঞ্চাশ ছুঁই ছুঁই এক ব্যাচেলারের। পার্টি ফুর্তি এইসমস্তই তাঁর জীবন।ঘটনাক্রমে আলিয়ার চরিত্রটির সাথে তাঁর দেখা হয় এবং প্রথমে তিনি তাকে নিজের মেয়ে বলে চিনতে না পেরে তার সাথে ফ্লারট করে বসেন।যখন তিনি জানতে পারেন যে সে তার মেয়ে তখন বিষয়টি অস্বস্তিকর মোড় নেয়।
ছবিটি কমিকের মোড়কে হলেও নিজের মেয়ের সঙ্গে এরকম দৃশ্য করতে চাননি সেফ।তাই তিনি মেয়েকে বারন করেন চরিত্রটি করার জন্য।অন্য সকলেও সেফের যুক্তি মেনে নেন।তব্বুর চরিত্রটি প্রথমে মাধুরী দীক্ষিতের করার কথা থাকলেও চরিত্রের পরিসর ছোট হওয়াতে তিনি রাজি হননি।
click and follow Indiaherald WhatsApp channel