তিনি বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম। তাঁর অভিনয় ক্ষমতা ইতিমধ্যেই দর্শকদের
মনে আলাদ জায়গা করে নিয়েছে। তবে বেশিরভাগ সময়েই তিনি ট্রোলড হন। কখনও বই উল্টো করে
ধরা তো আবার কখনও প্রাইস ট্যাগ তুলতে ভুলে যাওয়ায় এই ঘটনার সম্মুখীন হতে হয়। তবে
এবারে প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা। শ্যুটিংয়ে যাওয়ার সময় নিজের খাবার পথশিশুকে
খাইয়ে দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এর আগেও নিজের গাড়ির
চালকের থেকে টাকা নিয়ে বই কিনতে দেখা গিয়েছিল বলিউডের নতুন অভিনেত্রীকে। সম্প্রতি
বাবা বনি কাপুরের পরিচালনায় বম্বে গার্ল-ছবিতে অভিনয় করার কথা জাহ্নবী কাপুরের।
click and follow Indiaherald WhatsApp channel