বয়স বাড়ল আরও এক বছর। বলিউডের গ্ল্যামার কুইনের (Glamour Queen) জন্মদিনে (Birthday) আরও একটি বছরের পালক যোগ হল তাঁর সঙ্গে। শোনা যাচ্ছে ক্যাটরিনা স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে গোপনে কোনও জায়গায় বেড়াতে গিয়েছেন। সেখানেই জন্মদিন পালন করছেন তিনি। অনুষ্কা শর্মা একটি ছবি শেয়ার করেছেন যেখানে কালো গাউনে ক্যাটরিনাকে ডিভা (Diva) মনে হচ্ছে। অনুষ্কা লিখেছেন, হ্যাপি বার্থডে (Happy Birthday) ক্যাটরিনা। তোমাকে ভালোবাসা (Love) ও আলোর শুভেচ্ছা (Best Wishes) জানাই। করিনা কাপুর ক্যাটরিনার ছবি শেয়ার করে লিখেছেন হ্যাপি বার্থডে 'গর্জিয়াস'। এভাবেই চমক দিতে থাকো। অনেক ভালোবাসা। অর্জানু কাপুর তাঁর সঙ্গে ক্যাটরিনার একটি পুরনো ছবি শেয়ার করেছেন। এবং লিখেছেন হ্যাপি বার্থডে ক্যাটরিনা। সব কুশলের তোমার জীবনে মঙ্গল থাকুক। হাসতে থাকো। তাঁর রান্না করার স্টাইল নিয়ে মজা করেছেন অর্জুন কাপুর। কিয়ারা আদবানি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, অনেক ভালোবাসা জানাই। খুশি জানাই। করিশ্মা কাপুরও শুভেচ্ছা জানিয়েছেন।
ক্যাটরিনা কাইফকে সলমান খানের সঙ্গে টাইগার থ্রি সিনেমাতে দেখা যাবে। যশরাজ ফিল্মের সিনেমা এটি। আগামী বছর দিওয়ালিতে ওই সিনেমা মুক্তি পাবে। বিজয় সেতুপতির সঙ্গে তাঁর মেরি ক্রিসমাস সিনেমাও মুক্তির অপেক্ষায়। তাঁকে সোশ্যাল মিডিয়ায় প্রথম শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর দেওর সানি কৌশল। সানি ইনস্টাগ্রামে তাঁর বউদির সঙ্গে পরিবারের সবার ছবি শেয়ার করেছেন। মলদ্বীপে বেড়াতে যাওয়ার একটি ছবি তিনি শেয়ার করেছেন। সানির পরে তাঁর বান্ধবী শর্বরী বাগ একটি ছবি শেয়ার করেছেন। এবং ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel