জিম্বাবোয়ে সফরেও নেই কেএল রাহুল। শনিবার যে দল ঘোষণা করা হয়েছে সেখানে রাহুলের নাম নেই। তারপরই রাহুলের ফিটনেস এখন কী অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করে। পরে অবশ্য রাহুল নিজেই টুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানান। টুইটে রাহুল লেখেন, "আমার স্বাস্থ্য এবং ফিটনেসের বিষয়ে কয়েকটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। গত জুনে আমার অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছিল। আমি ট্রেনিংও শুরু করে দিই। আশা করেছিলাম ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকব। কিন্তু পুরোপুরি ফিটনেসে ফেরার সময়েই আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাভাবিক ভাবেই কিছু বিষয় কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে যায়। আমি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার চেষ্টা করছি। নিজেকে নির্বাচনের জন্য তৈরি রাখছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই আমার কাছে সর্বোচ্চ সম্মানের বিষয়। নীল জার্সিতে খেলতে নামার জন্য তর সইছে না আমার। দ্রুত দেখা হবে।"

অন্যদিকে,ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের এক দিনের সিরিজে চুনকাম করলেও টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও ২০ ওভারের প্রথম ম্যাচে জয় এল না। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ৪৩ রানে ২ উইকেট হারালেও পরিস্থিতি সামলে নেন আয়োজকদের মিডল অর্ডার ব্যাটাররা। তিন নম্বরে নামা ওয়েসলি মাধেবেরা আহত হয়ে মাঠ ছাড়ার আগে করলেন ৪৬ বলে ৬৭ রান। চার নম্বরে নেমে সিন উইলিয়ামস ৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে করলেন ১৯ বলে ৩৩ রান। পাঁচ নম্বরে নামা সিকান্দর রাজার ব্যাট থেকে এল ৬৫ রানের অপরাজিত ইনিংস। জিম্বাবোয়ের ব্যাটারদের মধ্যে তিনিই ছিলেন সব থেকে বেশি আগ্রাসী। তাঁর ২৬ বলের ইনিংসে রয়েছে ৭টি চার এবং চারটি ছয়। শুরুতে আরভিন (১৮) এবং অন্য ওপেনার রেগিস চাকাবা (৮) অবশ্য রান পাননি।

మరింత సమాచారం తెలుసుకోండి: