গতকাল সকাল থেকই মুখ বার ছিল আকাশের। সেই সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টিও। তবে আকাশের পরিবর্তন হলো না রবিরারেও। এদিনও সকাল থেকে আকাশের মুখ ভার। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই আবহাওয়া থাকবে কতদিন? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অকালবৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর। আগামী ৪৮ ঘণ্টা শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ রবিবার কলকাতায় দফায়-দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কখনও নিম্নচাপ কখনও আবার পরপর পশ্চিমী ঝঞ্ঝায় মুখ ঢেকেছে শীত। মাঝের কয়েকদিন বাদ দিলে এবার জাঁকিয়ে ঠান্ডার স্বাদই পায়নি বাঙালি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ঝঞ্ঝার হাত ধরে রাজ্যে বৃষ্টির দাপট। আজ ছুটির দিনেও কলকাতা শহরে দফায়-দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

অন্যদিকে, চলন্ত ট্রেনে তরুণীর 'শ্লীলতাহানি'। তাও আবার মহিলার কামরায়! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে আটক করল জিআরপি। ফেসবুক লাইভের ফুটেজ দেখে শনাক্ত করা হল তাকে। পুলিশ সূত্রে খবর, অপরাধ স্বীকারও করেছে ওই যুবক। আগামিকাল, রবিবার ধৃতকে পেশ করা হবে আদালতে। জানা দিয়েছে, ধৃতের নাম সঞ্জয় কুমার সাউ। বাড়ি, উত্তর ২৪ পরগনার খড়দহের রহড়া বাজার কল্যাণনগর অঞ্চলে। কলকাতার কাশীপুরে খালাসির কাজ করে সে। এর আগে অপরাধমূলক কাজ করেছে বেশ কয়েকবার। এদিন সন্ধ্যায় যখন দমদম থানা এলাকায় ঘোরাঘুরি করছিল, তখন ধরা পড়ে সঞ্জয়। তাকে আটক করে দমদম স্টেশনের জিআরপি।

మరింత సమాచారం తెలుసుకోండి: