বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ও টাইগার স্রফ সোমবার প্রাতঃকালে ঘোষণা করলেন যুদ্ধের কথা টুইটারে।তাঁদের ‘ওয়ার’ টুইটারে আসতেই সেই যুদ্ধ কেবল দু’জনের মধ্যে সীমাবদ্ধ থাকল না। দুই অভিনেতার যুদ্ধে যোগ দিলেন তাঁদের ভক্তরাও। যার জেরে সোমবার সকাল থেকেই টুইটার সরগরম থাকল ‘ওয়ার’ নিয়ে আলোচনায়।
হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’-এর অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে আজকেই।টাইগার স্রফ টুইট করে বলেছেন ‘‘হৃতিক, তোমার মুভসে মরচে পড়েছে। আমি তোমাকে দেখাব এটা কী ভাবে করে!’’ এই টুইট করার পর হৃতিকও থেমে থাকেননি। তিনি বলেছেন, ‘‘টাইগার, তুমি সবে শুরু করেছ, আর আমি মাস্টার। বসে দেখ।’’ ব্যস এর পরই যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভয়ঙ্কর সব শারীরিক কসরতের দৃশ্যে পরিপূর্ণ ছবি ‘ওয়ার’ মুক্তি পাবে আগামী ২য় অকটোবর। কিন্তু মুক্তির আগেই আবহাওয়া সরগরম হয়ে উঠেছে।
click and follow Indiaherald WhatsApp channel