টলিউডে জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে এবছরই ২২ শে ফেব্রুয়ারি বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। কিন্তু বিয়ের তারিখ নিয়ে রহস্য উন্মোচন করলেননা। তাঁর কথায় ‘‘আগে ভেনু ঠিক হোক, তার পর বিয়ে।’’
সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, বিয়ে করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রকাশ্যে আসে পাত্রীর নাম-ধামও। বিয়ের দিন আগামী ২২ ফেব্রুয়ারি বলেও প্রকাশিত হয় খবরে। স্বাভাবিক ভাবেই এই খবরে শোরগোল শুরু হয়ে যায়। নিজের বিয়ের খবর অবশ্য মেনে নিয়েছেন চলচ্চিত্র পরিচালক। তবে তা ঠিক কবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। উল্টে মজা করেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘কোথাও এখনও বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু, অনেক জায়গাতেই তা আপনা আপনি লেখা হয়ে যাচ্ছে। এর পর যদি, আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয় তা হলেও আমি অবাক হব না।’’
বিয়ের ব্যাপারে কোনকিছু খোলসা করে না বলে বরং টানটান উত্তেজনা জিইয়ে রাখতেই পছন্দ তাঁর। বিয়ের দিন ক্ষণ নিয়ে তাঁর উত্তর, ‘‘এখনই বিয়ের দিন সুনিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা।’’ পরিচালকের কথায়, ‘‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ এ সময় ছবির কাজ কম থাকে।’’ তা হলে, সত্যিই কি তাঁর বিয়ে ২২ ফেব্রুয়ারি? উত্তরে সৃজিত বলছেন, ‘‘প্রপার ভেনু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’’
বিবাহ বাসর নিয়ে তাঁর বক্তব্য ‘‘ডেস্টিনেশন ম্যারেজও করতে পারি। কারণ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে এমনটা তো নয়।’’
click and follow Indiaherald WhatsApp channel