মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বয়ে যেতে চলেছে অরেক দফা কালবৈশাখী। সোমবার সন্ধ্যায় বিহারের ওপর তৈরি বজ্রগর্ভ মেঘের জেরে গভীর রাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়। ক্রমশ শক্তি সঞ্চয় করে সেই মেঘ থেকে ভোর রাতে ও সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামে। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত। উপগ্রহচিত্র বলছে, মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ছোটনাগপুরের মালভূমির ওপর ফের তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যা ক্রমশ পূর্ব – দক্ষিণপূর্ব দিকে এগোচ্ছে। এর জেরে আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুল্যা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। সন্ধেয় পর বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলায়। রাতে বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

অন্যদিকে, পরনে সাদা কুর্তা-পাজামা। মাথায় ফেজ টুপি। আর ঠিক পিছনেই দুর্গামূর্তি। তার সামনে দাঁড়িয়েই ভিডিওয় ইদের শুভেচ্ছা জানালেন মীর আফসার আলি। সেইসঙ্গে ক্যাপশনে লিখলেন, “ইদের নামাজে আজ সকল সম্প্রদায়ের জন্য দোয়া করলাম। আপনারা খুব ভাল থাকবেন।” ওই একই ভিডিওতে অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানিয়েছেন মীর। সেই ভিডিওর কমেন্টবক্সে অনুরাগীরাও পাল্টা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আসলে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম- একথা মনেপ্রাণে বিশ্বাস করেন মীর আফসার আলি। তাঁর মন্তব্যে, পোস্টে একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ফুটে উঠেছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: