এককথায় আইপিএল জমে উঠেছে। ইতিমধ্যেই ৬টি টিম খেলে ফেলেছে। তবে অযাচিত রেকর্ড গড়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে দল যেমন হারল দিল্লি ক্যাপিটালসের কাছে, তেমনই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল ভারত অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য এই শাস্তি পেলেন তিনি। এ বারের আইপিএলে রোহিতই প্রথম অধিনায়ক যিনি এই শাস্তি পেলেন। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল রবিবার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৭ রান তোলে মুম্বই। ঈশান কিশান ৮১ রান করে অপরাজিত থাকেন। রোহিত নিজে ৪১ রান করেন। সেই রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় দিল্লি। শেষ বেলায় অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুরের বিধ্বংসী ইনিংস দলকে সহজ জয় এনে দেয়।

অন্যদিকে, টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আইপিএলে (IPL 2022) সেনাপতি হিসাবে নতুন ভাবে পথ চলা শুরু করছেন। তিনি নেতৃত্ব দিতে চলেছেন টুর্নামেন্টের অভিষেককারী দল গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। আর কয়েক ঘণ্টা পরে আইপিএলে (IPL 2022) গুজরাতের মুখোমুখি দ্বিতীয় অভিষেককারী টিম কেএল রাহুলের  লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। এই দুই দলের অন্তর্ভুক্তির জন্য়ই এবারের ক্রোড়পতি লিগ আটের বদলে ফের ১০ দলের। মুম্বইয়ের ওয়াংখেড়েতে নামার আগে গুজরাতের ক্যাপ্টেন পাণ্ডিয়া বলছেন তিনি ছাপিয়ে যেতে চান কিংবদন্তি এমএস ধোনিকে (MS Dhoni)।

మరింత సమాచారం తెలుసుకోండి: