২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির দাবিকে সমর্থন জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অলিম্পিকে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ঠিক হয়েছে কোভিড-১৯ অতিমারিতে ঘরোয়া ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ায় নারী-পুরুষ নির্বিশেষে প্রথম শ্রেণির সমস্ত ক্রিকেটারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বোর্ড ঠিক করেছে জানুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট। তবে তা হবে সৈয়দ মুস্তাক আলি টি২০ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।
click and follow Indiaherald WhatsApp channel