সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে প্রায় ৪৪ মাস পর ‘ঘর ওয়াপসি’ মুকুল রায়ের। তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুকুল এবং শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দিলেন। মুকুলের প্রত্যাবর্তনে মমতা বললেন, ঘরের ছেলে ঘরে ফিরল। তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বললেন,''এই ঘরে আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে। পুরনো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। বিজেপি থেকে বেরিয়ে এসে নতুন আঙিনায় দেখা হচ্ছে কথা বলতে পারছি। আমার ভালো লাগছে। বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে বাংলাকে নেতৃত্ব দেবেন ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'' পাশাপাশি তিনি বলেন, বিজেপিতে থাকতে না পেরেই ফিরে এসেছি। বিজেপি করব না বলেই পুরনো দলে ফিরেছি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন -

* ইলেকশনের সময় মুকুল আমাদের বিরুদ্ধে কথা বলেনি
* আরও অনেকে দলে আসবেন
* গদ্দারদের দলে নেব না
* বিজেপি জমিদারের দল
* ও আমাদের ঘরেরই ছেলে ঘরে ফিরল
* ও আমাদের পুরনো পরিবারের ছেলে
* মুকুল এখানে আসাতে মানসিক শান্তি পেল
* অভিষেকের সঙ্গে কোনও মতোবিরোধ ছিল না
* ওল্ড ইজ অলওয়েজ গোল্ড


জল্পনা চলছিলই, তবে শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে মুকুল নিজেও জানান, তৃণমূল ভবনেই যাচ্ছেন তিনি। এরপরেই সব জল্পনার অবসান হয়। প্রসঙ্গত, কিছুদিন ধরেই মুকুল রায়ের বিজেপি’‌র সঙ্গে দূরত্ব বাড়ছিল। তাই তিনি দলের বৈঠকেও যাননি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একুশের নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সেখানে ছিল অনীহা। বিধায়ক হয়েছেন বটে। কিন্তু শপথ নেওয়া ছাড়া অন্য কোনও ভূমিকায় তাঁকে দেখা যায়নি। স্ত্রীর অসুস্থতা নিয়ে তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল। তখন পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে ড্যামেজ কন্ট্রোল করতে চেয়েছিলেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি বলেই বোঝা গেল। শুক্রবার তৃণমূলে ফিরলেন মুকুল রায়।

మరింత సమాచారం తెలుసుకోండి: