এইমুহূর্তে ওয়ান ডে ক্রিকেটের ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাই লড়াই যে হবে সমানে সমানে সেটা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতে ভারতে আসছে নিউজিল্যান্ড। অন্যদিকে, সম্প্রতি ভারতও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্লু-ওয়াশ করে।তাই এই সিরিজ যে জমজমাট হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সিরিজ শেষ হবে ১লা ফেব্রুয়ারি। কেমন হল ভারতীয় দল? কারা কারা জায়গা করে নিলেন ভারতীয় স্কোয়াডে দেখে নেওয়া যাক-
ভারতের ওয়ান ডে স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, রজত পতিদার, সূর্যকুমার যাদব, কেএস ভারত, হার্দিক পান্ডিয়া(সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক
ভারতের টি২০ স্কোয়াড-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়ার, শুবমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার
ওয়ান ডে স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভারত (KS Bharat)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য তাকে সু্যোগ দেওয়া হয়েছে।চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলে অবশ্যই নিজের ছাপ ফেলার চেষ্টা করবেন তিনি। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য টি২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। দলে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমারও (Mukesh Kumar)। উইকেটকিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা (Jitesh Sharma)।আইপিএলে (IPL) নিজের ক্রিকেটীয় পারদর্শীতা দেখিয়েছিলেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel