কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ১২ বছর আগে ইন্দোরে গোয়ালিয়রে আন্তর্জাতিক ওডিআই-এর ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর যে বল মেরে তিনি দ্বিশতরান করেছিলেন, সেই বল তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। সোমবার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সচিন তেন্ডুলকর বর্তমানে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট’-এর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইন্দোরে রয়েছেন। এই টুর্নামেন্টটি বেশ আকর্ষণীয়। এবং বিভিন্ন দেশের দলগুলিতে রয়েছে প্রাক্তন আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা। যাঁদের খেলা দেখার স্বাদ পেতে মরিয়া ক্রিকেট ভক্তরা। সচিন ‘ইন্ডিয়া লিজেন্ডস’ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর। যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) দিন বললে অত্যুক্তি হবে না। ১৫ বছর আগে ঠিক আজকের দিনেই যুবরাজ ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যন্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে উত্ত্যক্ত করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তার পরই সেই উসকানি আগুনে পরিণত করেছিলেন পঞ্জাব পুত্তর। প্রতিশোধ নেওয়ার জন্য 'শিকার' করেছিলেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad)। তাঁর এক ওভারে ব্যাক-টু-ব্যাক ছটি ছক্কা হাঁকিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন যুবরাজ। অবিস্মরণীয় এই কীর্তি আজীবন ভুলতে পারবেন না যুবরাজ। সোমবার অর্থাৎ আজ হাফ ডজন ছয়ের বর্ষপূর্তি উদযাপন করলেন যুবরাজ। ফের ঐতিহাসিক সেই ইনিংসের ভিডিয়ো দেখলেন তিনি। তবে এবার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার পাশে পেলেন একরত্তি ছেলেকে। গত ২৬ জানুয়ারি যুবরাজ ও হ্যাজেল কিচ গর্বিত বাবা-মা হয়েছেন। তাঁদের ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। আট মাসের ছেলেকে নিয়েই ১৫ বছর আগে ফিরে গেলেন যুবি। সোশ্যাল মিডিয়ায় তিনি ছেলের সঙ্গে জীবনের অন্যতম সেরা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: