অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। ইতিমধ্যেই দামাম‌ বেজেছে‌ ইডেন চত্বরে। ভিড়ে জমজমাট গঙ্গার পাড়ের মহানগরীর ময়দানে আনাচে কানাচে। আজ ঐতিহাসিক পিঙ্ক বল টেষ্ট অর্থাৎ ভারত-বাংলাদেশের প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেষ্ট ম্যাচ। খেলা দেখতে হাজির খোদ বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ  শুক্রবার সকাল থেকেই একে একে কলকাতায় পৌঁছেছেন তারকারা ৷ যা আরও উত্তাপ বাড়িয়ে দিচ্ছে ৷ সকালে সানিয়া মির্জা-বেঙ্কটেশ প্রসাদ-কপিল দেবের পরেই বাংলায় আসলেন ক্রিকেট মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ বিমানবন্দরে তারকা এক ঝলক দেখার জন্য উন্মাদনা ছিল চরম ৷ সচিনও কলকাতার এই প্যাশনকে কুর্নিশ জানান ৷ দাদাকেও অর্থাৎ সৌরভ গাঙ্গুলি কে প্রশংসা করলেন।

কলকাতায় এসে দাদার প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। খেলা দেখতে হাজির খোদ বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Find out more: