তিনি সিআরসেভেন। তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচের মোড় ঘোরানোর জাদুকর তিনি। কিন্তু জুনিয়ার ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে হয়েছে মামলা। তার বয়স মাত্র দশ। কিন্তু কি এমন করল যে পুলিশ মামলা করে তদন্ত শুরু করে দিল ? রোনাল্ডোর মা দেলোরেস আভেইরো, বোন এলমা আভেইরো ও চার ছেলেমেয়েকে নিয়ে দক্ষিণ মাদেইরার পল দে মার দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সিআরসেভেন-এর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সেখানেই বিপত্তি ঘটিয়েছে রোনাল্ডো জুনিয়র। দশ বছরের ছেলে একাই জেট স্কি নিয়ে নেমে পড়েছিল সমুদ্রে। পর্তুগালের মেরিটাইম পুলিস এই নিয়ে তদন্ত শুরু করেছে। লাইসেন্স ছিল না ক্রিশ্চিয়ানো জুনিয়রের। তার উপর দশ বছর বয়সে পর্তুগালে জেট স্কি চালানো আইন বিরুদ্ধে। মাত্র দশ বছর বয়সী ছেলে কি না জেট স্কি চালাচ্ছে। এই ব্যাপারটাও আর পাঁচজনের মতো পুলিস কর্তাদেরও অবাক করেছে।
click and follow Indiaherald WhatsApp channel