১) বিরাট কোহলি
২) রোহিত শর্মা
৩) শিখর ধাওয়ান
৪) কেএল রাহুল
৫) শুবমন গিল
৬) শ্রেয়ার আইয়ার
৭) সূর্যকুমার যাদব
৮) হার্দিক পাণ্ডিয়া
৯) ক্রুণাল পাণ্ডিয়া
১০) ঋষভ পন্থ
১১) ওয়াশিংটন সুন্দর
১২) যজুবেন্দ্র চাহাল
১৩) ভূবনেশ্বর কুমার
১৪) মহম্মদ সিরাজ
১৫) কুলদীপ যাদব
১৬) প্রসিদ্ধ কৃষ্ণা
১৭) শার্দূল ঠাকুর
১৮) টি নটরাজন
অন্যদিকে, টি২০ সিরিজের শেষ ম্যাচ শনিবার। সেই ম্যাচে যে জিতবে সিরিজ তার। প্রসঙ্গত আদিল রাশিদকে ছয় মেরে রোহিতের ইনিংস শুরু। রাহুলের ফর্মে ফেরার ইঙ্গিত। সূর্যকুমার যাদবের টি২০-তে বিধ্বংসী ব্যাটিং এবং ডেবিউ ম্যাচে ৫৭ রানের মারকাটারি ইনিংস। পন্থের লড়াকু ইনিংস। শ্রেয়াস আইয়ার আর হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং। এবং শেষে ১৮৫ রানের স্কোর প্রথমে ব্যাট করে। এবং ভারতীয় বোলারদের প্রয়োজনে দূরন্ত স্পেল এবং শার্দুলের ব্যাক টু ব্যাক উইকেট। এই হলো ডু অর ডাই ম্যাচে ভারতের পারফরম্যান্স। অবশেষে ৮ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো। এবং শনিবার ফাইনাল।
click and follow Indiaherald WhatsApp channel