দলের হাইপ্রোফাইল সাংসদ-নেতা-মন্ত্রীদের টেক্কা দিয়ে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। অমিত শাহ-র ঘনিষ্ঠ ভূপেন্দ্র কিন্তু পোড়খাোয়া রাজনীতিবিদ নন। তবে স্বচ্ছ ভাবমূর্তি ও কাজের মানুষ হিসেবে দলের কাছে সব সময়ই ভাল নম্বর পান। আগামী বছর গুজরাটে বিধানসভা ভোট। গতবার কোনওরকমে জয় পেয়েছিল বিজেপি। এবার করোনায় বিজয় রূপানি সরকারের ব্যর্থতার জের ইভিএমে প্রভাব পড়লে প্রধানমন্ত্রীর রাজ্য লজ্জায় পড়তে হতে পারে বিজেপিকে। আসুন দেখে নেওয়া যাক গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিয়ে কিছু অজানা কথা-- ১) ভূপেন্দ্র প্যাটেল যে মুখ্যমন্ত্রী হতে পারেন, তা ঘোষণার আগে কেউ বুঝতেই পারেনি। গান্ধীবনগরে দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বাছার সময় পিছবনের সারিতেই বসে ছিলেন তিনি। নাম ঘোষণার পর হাল্কা হেসেবে শুধু ভিকট্রি সাইন দেখিয়েছেন। পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করা  ৫৫ বছরের ভূপেন্দ্র কিন্তু ভোট রাজনীতিতে পোড় খাওয়া রাজনীতিবিদ নন। ২০১৭ বিধানসভা ভোটেই প্রথথমবার জিতে বিধায়ক হয়েছিলেন। ২) অমিত শাহ-র অত্যন্ত ঘনিষ্ঠ। ২০১৯ লোকসভা নির্বাচনে গান্ধীনগর কেন্দ্র থেকে লড়েন অমিত শাহ। গান্ধীনগরে লোকসভায় যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে, তারই মধ্যে একটা হল ঘাটলোদিয়া। ভূপেন্দ্র প্যাটেল হলেন সেই ঘাটলোদিয়ার বিধায়ক।

৩) ভূপেন্দ্র প্যাটেল হলেন চলতি গুজরাট বিধানসভায় সবচেয়ে বেশি ভোটে জেতা প্রার্থী। ২০১৭ বিধানসভা ভোটে ঘাটলোদিয়া কেন্দ্র থেকে ভূপেন্দ্র জেতেন ১ লক্ষ ১৭ হাজার ভোটে কংগ্রেসের শশীকান্ত প্যাটেল বাসুদেবভাইয়ের বিরুদ্ধে। ৪) নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দবেন প্যাটেল। তিনি এই ঘাটলোদিয়া কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন। আনন্দিবেনকে মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা ২০১৭ বিধানসভা ভোটের আগে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় ঘাটলোদিয়া কেন্দ্র থেকে ২০১৭ ভোটে লড়েন এখন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

మరింత సమాచారం తెలుసుకోండి: