করিনা কপূরের রেডিয়ো শোয়ে অতিথি হয়ে এসেছিলেন সেফ আলি খান। কর্তার দিকে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছিলেন গিন্নি। বলিউডের কোন জুটিকে দেখে মনে হয়, বিয়ের দায়িত্ব তাঁরা ভাল ভাবে পালন করছেন? এটাই ছিল সেফের কাছে করিনার প্রশ্ন। জবাবে নবাব বলেন, ‘‘বিরাট-অনুষ্কাকে খুব ব্যালান্সড মনে হয়। আসলে ওদের মধ্যে আমার বাবা-মায়ের মতোই ব্যালান্স রয়েছে। একজন ক্রিকেট তারকা, অন্যজন অভিনেত্রী।’’ সেফকে ডেটিংয়ের আগে করিনাকে আবার টিপ্স দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। বেগম তা-ও ফাঁস করে দেন তাঁর রেডিয়ো শোয়ে।
সুখী বিবাহিত জীবনের টিপস নাকি রানির কাছ থেকেই পেয়েছিলেন ছোটে নবাব, অন্তত সইফের দাবি এমনটাই। সম্প্রতি করিনার টক-শোয়ে এসে এমন নানা অজানা তথ্য ফাঁস করলেন সইফ।
সইফকে কী বলেছিলেন রানি? সইফের কথায়, “রানি আমায় বলেছিল, এমন আচরণ করবে যেন তুমি কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছ। সম্পর্কের মধ্যে ‘জেন্ডার’ নিয়ে আসবে না। দু’জনেই সমান। সম্পর্কে দু’জনের অবদানই সমান। যদি দু’জনেই কাজ কর, দেখবে আর কোনও সমস্যা হবে না।”
সে কথাই নাকি অক্ষরে অক্ষরে মেনেছেন সইফ। করিনা নারী বলে কখনও তাঁকে দুর্বল মনে করেননি তিনি। সংসারে দু’জনের অবদানই সমান। যে কোনও ব্যাপারে সিদ্ধান্তও দু’জনে একসঙ্গে নিয়ে থাকেন। আর সেটাই তাঁদের সুখী দাম্পত্যের ফান্ডা।
স্ত্রী-র তারিফ করে সইফ বলেছেন, “তুমি খুব গোছানো। যে ভাবে তুমি ঘড়ি ধরে কাজ কর, তা সত্যিই প্রশংসনীয়।”
২০১২ সালে সইফকে বিয়ে করেন করিনা। ২০১৬ সালে জন্ম হয় সইফ-করিনার ছেলে তৈমুর আলি খান পটৌডির।
click and follow Indiaherald WhatsApp channel