রাজ্য পুলিস দিয়েই হবে পুরভোট (Municipal Election 2022)। হাইকোর্টকে (Calcutta High Court) সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এদিকে আবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের দ্বারস্থ হল বিজেপি (BJP)। আগামিকাল, শুক্রবার শুনানি। চলতি মাসে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে কিন্তু রাজ্য পুলিস দিয়েই ভোট হয়েছিল। বাকি ১০৮ পুরসভার নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? কমিশনকেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। এরপর আদালতের নির্দেশ মেনে  স্বরাষ্ট্রসচিব রাজ্য় পুলিসের ডিজি ও এডিজি(আইনশৃঙ্খলা) সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস।

অন্যদিকে, মাত্রাতিরিক্ত হারে এসি রেকের চাকা ক্ষয়ে যাওয়ার সমস্যার কথা মেনে নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সমস্যার মোকাবিলায় রেল গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হচ্ছে। লাইন মসৃণ করার জন্য রাতে টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ওই যন্ত্র ব্যবহার করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা। তবে কর্তৃপক্ষের এই দাবি সত্ত্বেও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না আধিকারিকদের একাংশ। সমস্যার আসল কারণ কী, তা খোঁজার ক্ষেত্রে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল রেলকর্তাদের অনেকে। বর্তমানে মেট্রোর সব রেক ঘুরেফিরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে চলে। ফলে নির্দিষ্ট ভাবে লাইনের কোনও বিশেষ অংশের ত্রুটির কারণে এই ক্ষয় বেশি হচ্ছে— সরাসরি এই সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক নয় বলেই মনে করছেন তাঁরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: