আইপিএলে চেন্নাই সুপার কিংসেরও অধিনায়কত্ব ছাড়লেন তিনি। সেখানেও দেখা গেল চমক। আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় সে কথা। তবে কি এ বার আইপিএলকেও বিদায় জানাতে চলেছেন ধোনি? এ বারই কি শেষ বারের জন্য হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে তাঁকে? ২০১৪ সালে ধোনি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি টেস্ট থেকে অবসরও নেন। অস্ট্রেলিয়া সফরের মাঝে দায়িত্ব নিতে হয় বিরাট কোহলীকে। তবে এক দিনের ও টি২০ দলের অধিনায়কত্ব ২০১৭ সালে ছাড়লেও ২০১৯ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। আইপিএলে পরের মরসুমে ধোনিকে খেলতে দেখা যাবে কি না সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত সিএসকে বা ধোনির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ধোনির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে চেন্নাই বিবৃতিতে লিখেছে, "এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে। ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ে অবিচ্ছেদ্য় অঙ্গ। তৃতীয় ক্রিকেটার হিসাবে সিএসকে-র নেতৃত্ব দেবেন তিনি। ধোনি এই মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।" আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে ধোনির পথ চলা শেষ হল। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। গত মরশুমেও ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় 'ইয়েলো আর্মি'। চেন্নাই এই মরশুমে জাদেজা (১৬ কোটি), ধোনি (১২ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি) ও মইন আলিকে (৮ কোটি) রিটেইন করেছিল। জাদেজার থেকে ধোনি চার কোটি টাকা কমেই চুক্তিবদ্ধ হন।

మరింత సమాచారం తెలుసుకోండి: