কলকাতায় নেমে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর সব মিটি গেছে বলার পর কলকাতায় নামতে একেবারে অন্য সুর। শোভন বাবু বললেন, আমাদের সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না। মুকুল দা'কে সবটা বলে এসেছি।
স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লিতে বিজেপির সদর দফতরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। তাঁর সঙ্গে একই দিনে যোগ দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ঘটনাপ্রবাহ যা ঘটেছে তাতে বিজেপি থেকে নিষ্কৃতি নিতে চেয়েছিলেন দু’জনেই। তবে আপাতত সে সম্ভাবনা আর নেই। সোমবার মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরই সেই সমস্যার সমাধান হলো। অন্তত এটাই ভাবা হয়েছিল। কিন্তু কলকাতা বিমানবন্দরে নেমে শোভন বাবু যা বললেন তা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার সামিল।
প্রসঙ্গত, দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে সোমবার রাতে প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সেই বৈঠকেই সমস্ত জল্পনার অবসান হয়। তিন জনই সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দেন, বিজেপি ছাড়ছেন না শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁরা বিজেপির হয়েই কাজ করবেন।
তবে কোন বার্তায় এই জট কাটল সে বিষয়ে কেউই মুখ খোলেননি। শোভন বললেন, আগে কোনও সমস্যা হলে মুকুল দা’র সঙ্গে কথা বলতাম মিটে যেত। এবারও তাই। বৈশাখী বলেন, মুকুল রায়ের কথা আমার কাছে আদেশের মতো। তিনি যদি বলেন, ক্ষোভ-বিক্ষোভ সরিয়ে দলের জন্য কাজ করতে হবে তাহলে সেটাই আমার কাছে শেষ কথা।
click and follow Indiaherald WhatsApp channel