অশ্বিন-উমেশ-বুমরাহ এর দাপটে অ্যাডিলেডে ( Adelaide) পিঙ্ক টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ১৯১ রানে। ৫৩ রানের লিড নিল টিম ইন্ডিয়া (Team India)। অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine) একা কুম্ভ হয়ে লড়াই করলেন। না হলে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হত অস্ট্রেলিয়াকে। বৃহস্পতিবার ২৩৩ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। শুক্রবার খুব বেশি এগোতে পারেনি সেখান থেকে। ২৪৪ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম ওভারেই অশ্বিনকে (২০ বলে ১৫ রান) ফেরান প্যাট কামিন্স। পরের ওভারেই আউট ঋদ্ধিমান সাহা (২৬ বলে ৯ রান)। টেলএন্ডারদের পক্ষে খুব বেশিক্ষণ লড়াই করা সম্ভব হয়নি অজি পেসারদের বিরুদ্ধে। একে একে ফিরে যান সকলেই। স্কোরবোর্ডে ২৪৪ রান বেশ কমই মনে হচ্ছিল তখন। কিন্তু ভারতীয় বোলাররা বোঝালেন লড়াইয়ের জন্য ওটাই যথেষ্ট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যদিও শুরুতেই হারাতে হয় ওপেনার পৃথ্বী শকে। প্রথম ইনিংসের মতো এবারেও বোল্ড হলেন তিনি। পৃথ্বীর পা ও ব্যাটের মাঝখানের ফাঁকটাই ব্যবহার করলেন অভিজ্ঞ কামিন্স। পৃথ্বী ফিরতে বুমরাকে ব্যাট করতে নামায় ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৯ রানে ১ উইকেট হারায় ভারত। শনিবার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে নামবেন বুমরা। 

మరింత సమాచారం తెలుసుకోండి: