এক জনের কবে বিয়ে হবে সেই নিয়ে চরম উন্মাদনা।
ঘুরতে গেলেও সেই ছবি ভাইরাল। আবার রণবীর কাপুরের বাড়িতে গেলেও রাতে সেই ছবি
ভাইরাল হয়। বুঝতেই পারছএন কার কথা বলা হচ্ছে! হ্যাঁ, ঠিক ধরেছেন তিনি আলিয়া ভাট।
আর অন্যজন রণবীর সিং। সম্প্রতি আইফায় সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন তিনি। আবার
পুরষ্কার নিতে যাওয়ার আগে স্ত্রী দীপিকা পাড়ুকোনের গালে চুম্বনের ছবিও ক্যামেরায়
ধরা পড়েছিল। এমনকী মঞ্চে উঠে রণবীর বক্তব্য শুনে চোখের জল ধরে রাখতে পারেননি
তিনি। তাই দু’জনেই এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
আবার এই দু’জনই এখন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বুঝতে অসুবিধা হচ্ছে ? তাহলে খুলেই বলা যাক। ৯২তম অস্কার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে জায়গা করে নিল জোয়া আখতার পরিচালিত ছবি ‘গালি বয়’। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং আলিয়া ভাট। রণবীর এবং আলিয়ার অভিনয় মন কেড়েছিল অনেক আগেই। এবার দর্শকদের পছন্দের ছবি অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে। মুম্বইয়ে ধারাভি বস্তির এক ব়্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প বলবে এই ছবি। শব্দ আর কথা দিয়েও যে শ্রত্রুপক্ষকে ধাক্কা মারা যায়, তা দেখিয়ে দিয়েছিল এই ছবি। আগামী বছর ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে অস্কার। ভারতবাসীও অপেক্ষা করছে সুখবর শোনার জন্য। এই খবর ছড়িয়ে পড়ার খুশি ছড়িয়ে পড়েছে ইন্ডাস্ট্রিতে। শুভেচ্ছার বন্যায় ভাসছেন ছবির কলাকুশলীরা।
click and follow Indiaherald WhatsApp channel