অস্ত্রমাফিয়া শৈলেন্দ্রর লোক খুন করে একটি মেয়েকে।যে মেয়েটিকে আশ্রয় দিয়েছিলেন শান্তনু।তারপর থেকেই তারই প্রতিশোধ নিতে শৈলেন্দ্রকে খুঁজছে সে।অস্ত্র মাফিয়াকে খুঁজছে দেশের ইন্টালিজেন্সও।কারণ,সন্ত্রাসবাদীদেরও প্রছন্ন মদত দিচ্ছে শৈলেন্দ্র রুংটা।ইন্টালিজেন্সের সাহায্যে তাঁর গ্যাংয়ে জায়গা করে নেয় স্থানীয় হোটেল ব্যবসায়ী শান্তনু সেনগুপ্ত।উদ্দেশ্য সমূলে শেষ করে দেওয়া অস্ত্র কারবারী শৈলেন্দ্রকে।এরই মধ্যে শৈলেন্দ্রর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সে। কিন্তু শেষ পর্যন্ত কি লক্ষ্য পূরণ করতে পারল শান্তনু।সেই গল্পই এবার দেখা যাবে দ্য নাইট ম্যানেজার সিরিজের দ্বিতীয় পর্বে।
গত ফেব্রুয়ারি মাসে এসেছিল দ্য নাইট ম্যানেজার ।টানটান সাসপেন্স রেখেই শেষ হয়েছিল দ্য নাইট ম্যানেজার প্রথম সিজনের চতুর্থ এপিসোড।তখনই নির্মাতারা জানিয়েছিলেন খুব শীঘ্রই আসবে সিরিজের দ্বিতীয় পর্ব।অবশেষে আসছে দ্য নাইট ম্যানেজার পার্ট টু।মুক্তি পেল নতুন পর্বের ট্রেলার।আগামী ৩০জুন থেকে শুরু হবে দ্য নাইট ম্যানেজার-এর স্ট্রিমিং।
click and follow Indiaherald WhatsApp channel