তিনি বলিউডে নিউ কামারদের মধ্যে অন্যতম। তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি সইফ আলি খালের কন্যা সারা আলি খান। আজকের তন্বী সারার ওজন ছিল ৯৬ কেজি। তবে সেই বিষয় নিয়ে কথা বলতে কোনও সময়ই লজ্জাবোধ করেন না সারা। বরং নিজের স্থূলতা,ওয়েট লস জার্নি, শারীরিক অসুস্থতা নিয়ে সবসময়ই কথা বলতে শোনা যায় সারাকে।
সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি পুরোনো ভিডিও প্রকাশ্যে এনেছেন সারা। যেখানে সারা আলি খানকে দেখলে আপনি চমকে যাবেন! নিজের ইমেজ নষ্ট হওয়ার ভয় নেই সারার। বরং নিজের পুরোনো চেহরা নিয়েও ততটাই গর্বিত নায়িকা।
click and follow Indiaherald WhatsApp channel