লকডাউনে অনেক জটিল বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হচ্ছে ছোট বা বড় সব সংস্থাকেই। কর্মী ছাঁটাই করছে অনেক সংস্থা। তবে বিসিসিআই-এর এই সিদ্ধান্ত অনেক সংস্থার কাছেই উদাহরণ হতে পারে। বিশ্বের অন্যতম ধনী সংস্থা বিসিসিআই। তবে এই ধনী তকমা কিন্তু একদিনে বা এত সহজে পায়নি তারা। সঠিক সিদ্ধান্ত, ম্যানেজমেন্ট দক্ষতা থেকে শুরু করে উপার্জনের বিকল্প রাস্তা বের করে এই তকমা উপার্জন করতে হয়েছে বিসিসিআইকে। আর তার জন্য বোর্ড কর্তাদের প্রশংসা প্রাপ্য। বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেছেন, ''গত অক্টোবর থেকেই আমরা বেশ কিছু জায়গায় ব্যয় নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পুরো প্রক্রিয়াই শুরু হয়েছিল করোনা পরিস্থিতির আগে। তবে সেখানে কোনও কর্মীর বেতন হ্রাস বা ছাঁটাই করা হয়নি।'' অরুণ ধুমাল বলেছেন, ''ভ্রমণ বা হসপিটালিটির মতো ক্ষেত্রে আমরা খরচ কমিয়েছি। তবে আইপিএল না হলে আমাদের প্রায় চার কোটি টাকা ক্ষতি হবে। তখন অন্যভাবে ভাবতে হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটিনি। কাউকে কম বেতন দেওয়া হবে না। ব্যয় কমানোর রাস্তা অন্যভাবে বের করতে হবে।''
click and follow Indiaherald WhatsApp channel