উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে শুধু মহেন্দ্র সিংহ ধোনির এর থেকে বেশি বার ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড আছে। তিনি মোট ৫ বার নড়বড়ে ৯০-তে ফিরেছেন। এই তালিকায় ঋষভ জায়গা করে নিলেন ইংল্যান্ডের অ্যালান নট ও অস্ট্রেলিয়ার রডনি মার্শের সঙ্গে। নট এবং মার্শেরও ৪ বার করে ৯০-এর ঘরে আউট হওয়ার নজির আছে। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রবল চাপের মুখে ভারত। রয়েছে ফলো-অনের আশঙ্কা। কিন্তু তৃতীয় দিনে ভারত যতটুকু রান তুলেছে তার বেশিরভাগ কৃতিত্বই ঋষভ পন্থের। ৮৮ বলে ৯১ রানে ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার জায়গায় এনেছেন তিনি। পন্থের ইনিংসে খুশি হলেও তাঁর শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন চেতেশ্বর পুজারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে শুধু মহেন্দ্র সিংহ ধোনির এর থেকে বেশি বার ৯০-এর ঘরে আউট হওয়ার রেকর্ড আছে। তিনি মোট ৫ বার নড়বড়ে ৯০-তে ফিরেছেন। এই তালিকায় ঋষভ জায়গা করে নিলেন ইংল্যান্ডের অ্যালান নট ও অস্ট্রেলিয়ার রডনি মার্শের সঙ্গে।
click and follow Indiaherald WhatsApp channel