তিনি ভারতের ওপেনিং ব্যাটসম্যান। তাঁর একটা
ইনিংস দলকে ভালো শুরু দিতে পারে। এরকম অনেক ইনিংস খেলেছেন ভারতীয় টিমের গব্বর। তবে
ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে উতসাহ কম নেই ক্রিকেট প্রেমীদের। এবার শিখর
ধাওয়ান একা থাকলে কী করেন, সেই ভিডিয়ো শেয়ার করলেন হিটম্যান রোহিত শর্মা।
বিমানে একসঙ্গে সফর করছিলেন শিখর ও রোহিত। পাশাপাশি বসেছিলেন, শিখর ছিলেন উইন্ডো সিটে। হঠাত্ করেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করেন গব্বর। রোহিত ব্যাপারটা খেয়াল করে মুহূর্ত মোবাইল বন্দি করে রাখেন সেই মুহূর্ত। তার পর সেই ভিডিয়ো তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কী বললেন রোহিত আর ধাওয়ানই বা কী বললেন দেখে নিন –
click and follow Indiaherald WhatsApp channel