আগামিকাল অর্থাৎ রবিবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলবে। ইতিমধ্যেই ব্যাক-টু-ব্যাক ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরে ফেলেছে ফিঞ্চের অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ডের ক্যাজালিস স্টেডিয়ামে ফিঞ্চ শেষবার হলুদ জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এরপরেই ৩৫ বছরের ক্রিকেটার ওয়ানডে অবসর নিয়ে ফেলবেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ওয়ানডে খেলা ফিঞ্চ দেশকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে। একদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলও ফিঞ্চ টি-২০ ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন বলেই জানিয়েছেন। গতবার ফিঞ্চের ক্যাপ্টেনসিতে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ জিতেছিল। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে ফিঞ্চের টিম।

অন্যদিকে, আইপিএলে এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ফিঞ্চ। তখন তাঁকে খুব কাছ থেকে দেখেছেন বিরাট কোহলী। ফিঞ্চ অবসর নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ইনস্টাগ্রামে ফিঞ্চ লেখেন, ‘একটা দুর্দান্ত যাত্রা পেরিয়ে এলাম! সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা গর্বের ব্যাপার। ছোট থেকেই অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। যা আশা করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি। শুভেচ্ছাবার্তা এবং শুভকামনার জন্যে সবাইকে ধন্যবাদ।’ ওয়ানডে অবসরের প্রসঙ্গে ফিঞ্চ বলছেন, 'দুর্দান্ত একটা রাইড, অসাধারণ সব স্মৃতি। অনবদ্য একটি ওয়ানডে-দলের সদস্য হওয়া অত্যন্ত ভাগ্যের। একই ভাবে আমি যাদের সঙ্গে খেলেছি এবং যারা নেপথ্যে ছিল, তাদের সঙ্গে কাজ করা আশীর্বাদের মতো। এবার সময় এসেছে একজন নতুন নেতা আসুক। সুযোগের শ্রেষ্ঠ ব্যবহার করে আগামী বছরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। আমার এই যাত্রায় যারা সাহায্য করেছে এবং সমর্থন করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।'

మరింత సమాచారం తెలుసుకోండి: