৪৫ বলে ৫৩ রান। সাত ম্যাচে ডাগ আউটে বসে থাকার পর ক্রিজে নামলেন ক্রিস গেইল। অবশ্য শেষ দুই ম্যাচে অসুস্থ ছিলেন বলে খবর। আর গেইলের ব্যটে ঝড় উঠতেই জয়ের হাসি হাসল কিংস ইলেভেন পাঞ্জাব। হার- এটাই দেখতে হচ্ছিল প্রীতি জান্টার দলকে। তবে আরসিবির বিরুদ্ধে ইউনিভার্স বস ইজ ব্যাক। প্রথম দিকে নড়বড়ে দেখাচ্ছিল। কিন্তু ক্রিজে যত সময় কাটিয়েছেন ততই ছন্দে ফিরেছেন গেইল। পাঁচটা ছয় আর একটা চারে সাজানো ছিল তাঁর ইনিংস। ব্যাঙ্গালোরের ১৭২ রানের টার্গেট তাড়া করতে রাহুল-মায়াঙ্ক ওপেনিং জুটিতে বদল আনেনি পঞ্জাব। ৭৮ রানের ওপেনিং পার্টনারশিপ। ৪৫ রানে মায়াঙ্ক আগরওয়াল ফিরতেই মাঠে নামলেন ক্রিস গেইল। তারপর শারজায় ক্যালিপসো ঝড় তুললেন তিনি। ৪৫ বলে ৫৩ রান করলেন গেইল। অন্যদিকে ৪৯ বলে ৬১ রানে অপরাজিত তাকলেন এবারের আইপিএলে কমলা টুপির মালিক কেএল রাহুল। কিন্তু শেষ ওভারে যুজবেন্দ্র চাহলের দুরন্ত বোলিং ম্যাচের রঙ অনেকটাই বদলে দেয়। ক্রিস গেইলের রান আউটে সমস্যায় পড়ে যায় কিংসরা। শেষ বলে নিকোলাস পুরাণ ছক্কা মেরে প্রীতির মুখে হাসি ফোটালেন। 

మరింత సమాచారం తెలుసుకోండి: