সরকারী তরফে জোর করে নির্দেশিকা জারি না করে জনতার কাছে স্বেচ্ছায় কার্ফু পালন করার আওহান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী শুক্র ও শনিবার এই নিয়ে প্রচার করুন।’’ পাশাপাশি দুধ, খাবার, ওষুধের মতো অপরিহার্য দ্রব্য অযথা মজুত না করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, আর্থিক সঙ্কট কাটাতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। 

 

করোনা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন পঞ্জাবে। এ ছাড়া দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর।

 

করোনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশ তথা বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দু’টি বিশ্বযুদ্ধের সময়ও এত দেশ এক সঙ্গে জড়িয়ে পড়েনি। আবার এটা এমন পরিস্থিতি যে, এক দেশ অন্য কোনও দেশকে সাহায্যও করতে পারছেন না।’’  

 

রবিবার ১৪ ঘণ্টার জনতা কার্ফুর ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ঘরে থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। চিকিৎসা, স্বাস্থ্য, জনসেবা, সংবাদ মাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য বিকেল পাঁচটায় অভিনন্দন জানাই। ঘণ্টা, কাঁসর, থালা বাজিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর ববিরারের আগে পর্যন্ত সবাই এই জনতা কার্ফুর খবর সবাইকে ছড়িয়ে দিন।’’

 

మరింత సమాచారం తెలుసుకోండి: