বিয়ে হয়েছিল বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের। কিন্তু বিয়ের চার বছর পরই বিচ্ছেদ হয়ে যায় কল্কি-অনুরাগের। এবার কল্কি অন্ত:স্বত্বা। রিপোর্টে প্রকাশ, অন্তঃসত্ত্বা কল্কির খোঁজ খবর নিতে শুরু করেছেন অনুরাগ কাশ্যপ। প্রায়শই নাকি কল্কির সঙ্গে দেখা করতে চলে যাচ্ছেন অনুরাগ। এমনকী, কল্কি (Kalki Koechlin) কেমন আছেন, তার খোঁজও নিতে শুরু করেছেন অনুরাগ।
click and follow Indiaherald WhatsApp channel