এবার রাহুল
গান্ধীকে চুমু খেলেন তাঁর এক ফ্যান। আগেও গিয়েছিলেন, এবার বুধবার গিয়ে এই ঘটনার মুখোমুখি হতে হল কংগ্রেস নেতা
রাহুল গান্ধীকে। কেরালার ওয়ানাডে বুধবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন
রাহুল। এলাকাবসীর সঙ্গে কতা বলচিলেন তিনি। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফেরার
সময় এক ফ্যান তাঁকে জাপটে ধরেন। তারপর হ্যান্ডসেক করেন। কিন্তু তারপরেই ঘটে এই
ঘটনা। রাহুলের গালে চুমু খান সেই ফ্যান। এই ঘটনার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে
যায়।
এই ঘটনা অবশ্য রাহুলের সঙ্গে আগেও হয়েছে। ২০১৭ সালে গুজরাতের ভালসারে মিছিলে এক মহিলা রাহুলের গালে চুমু খেয়েছিলেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের পর এবার বায়োপিক হতে চলেছে প্রাক্তন প্রদানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। মোদীর যেমন ছোটবেলা থেকে দেখানো হয়েছিল, তেমনি বাজপেয়ীর ছোটবেলা থেকে শুরু করে কলেজ জীবন এবং রাজনৈতিক জীবন সবই দেখানো হবে। ছবির নাম – আনটোল্ড বাজপেয়ী। এনপির লেখা 'আনটোল্ড বাজপেয়ী' বইয়ের ভিত্তিতেই তৈরি হবে এই ছবি। অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক বানানোর জন্য ইতিমধ্যেই ছবির স্বত্ব কিনেছেন অমাস ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার শিবা শর্মা ও জিশান আহমেদ। কেন বাজপেয়ীকে নিয়ে ছবি তৈরি করতে উদ্যোত হলেন ? প্রশ্নের উত্তরে শিবা শর্মা বলেন, অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে অনেক অজানা কতা আছে। সেই অজানা কথাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে। বই পড়ার সময় ওনার ব্যক্তিগত জীবন ও প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর কাজের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সেগুলো তুলে ধরা হবে।
click and follow Indiaherald WhatsApp channel