ফুটবলের দেশ হিসেবে দুনিয়ায় পরিচিত ব্রাজিলের বড় সাফল্য। পরপর দুটি অলিম্পিকে সোনা জিতল ব্রাজিল। শনিবার টোকিও অলিম্পিকে স্পেনকে হারিয়ে সোনা জিতল ব্রাজিল পুরুষ ফুটবল দল। ২০১৬ রিও  অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবলে স্পেনকে হারিয়ে সোনা জিতেছিল ব্রাজিল। সেবারই প্রথম অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। ২০১২ অলিম্পিকে পুুরুষদের ফাইনালে মেক্সিকোর কাছে হেরে রুপো জিতেছিল ব্রাজিল।
অলিম্পিকে ব্রাজিলের প্রথম পদকটা আসে ১৯৮৪ লস অ্য়াঞ্জেলস গেমসে । আমেরিকায় আয়োজিত সেই গেমসে ব্রাজিল জিতেছিল রুপো। ১৯৮৮ সিওল গেমসে বেবেতোরা জেতেন রুপো।

২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়বন হয়েছিল ব্রাজিল। এরপর সেই জাপানেই এল অলিম্পিক সোনা। এক বছর বাদে এই এশিয়াতেই বসছে ফিফা বিশ্বকাপের আসর। পাঁচতারা খেলায় জিতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের প্রস্তুতি আরও জোরকদমে শুরু করেব ব্রাজিল। এরপর সেই জাপানেই এল অলিম্পিক সোনা। এক বছর বাদে এই এশিয়াতেই বসছে ফিফা বিশ্বকাপের আসর। পাঁচতারা খেলায় জিতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের প্রস্তুতি আরও জোরকদমে শুরু করেব ব্রাজিল।

এক নজরে দেখে নেওয়া যাক ফুটবলে ব্রাজিলের সাফল্য--

বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য (পাঁচবার চ্যাম্পিয়ন)

চ্যাম্পিয়ন- ১৯৫৮ সুইডেন, ১৯৬২ চিলি, ১৯৭০ মেক্সিকো, ১৯৯৪ আমেরিকা, ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া

রানার্স-১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ।

অলিম্পিক ফুটবল (২টি সোনা, ২টি রুপো, ২টি ব্রোঞ্জ) -

সোনা- ২০১৬ রিও গেমস, ২০২০ টোকিও গেমস

রুপো- ২০১২ লন্ডন গেমস, ১৯৮৮ সিওল গেমস, ১৯৮৪ লস অ্যাঞ্জেলস

ব্রোঞ্জ- ২০০৮ বেজিং গেমস, ১৯৯৬ আটলান্টা গেমস

কোপা আমেরিকা

চ্যাম্পিয়ন- ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯, ২০২১


మరింత సమాచారం తెలుసుకోండి: