চলছিল শিল্পা শেঠির ফটোস্যুট। বিলাসতরীতে দাঁড়িয়ে লাস্যময়ী শিল্পা শেট্টি। দামাল হাওয়ায় উড়ছে তাঁর আগুনরঙা পোশাক। আচমকা এল দমকা বাতাস। এক লহমায় সব এলোমেলো। দু’হাতে পোশাক সামলাচ্ছেন সুন্দরী। সেটা করতে গিয়েই চলে এল মেরিলিন মনরোর সেই সাদাকালো ছবির মতো পোজ। যেখানে দু’হাতে কোনওমতে উড়ন্ত অবাধ্য গাউনকে সামলাচ্ছেন তিনি। তাঁকে উল্লেখ করে শিল্পার পোস্ট, ‘আমার মেরিলিন মনরো মুহূর্ত বাতাসের মতো মসৃণ ছিল না। শেষ অবধি দেখুন প্লিজ।’ বাতাসের দাপটে ফোটোশুট যে ভেস্তে গেল, সে কথাই মজা করে বলেছেন শিল্পা।
তাঁর ফ্যানদের কখনওই নিরাশ করেননা তিনি।নিয়মিতভাবে পোস্ট করে থাকেন ছবি ভিডিও।এই ভিডিও থেকে ১৮ লক্ষের বেশি ভিওজ পেয়েছেন তিনি।
শিল্পা এমনিতে খুবই স্বাস্থ্য সচেতন।প্রায়ই তাঁকে দেখা যায় বিভিন্ন রকমের শরীরচর্চা ও হেলদি ডায়েট টিপস শেয়ার করতে।পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেন তিনি।এখন তিনি নিয়মিতভাবে সিনেমায় মুখ না দেখালেও বিভিন্ন রিয়্যালিটি শোতে তিনি নিয়মিত মুখ।
click and follow Indiaherald WhatsApp channel