এখনও প্রেমের ছবি যে ছবিগুলির কথা মনে পড়ে তার মধ্যে
অন্যতম ছবি ‘দিলওয়ালে
দুলহনিয়া লে জায়েঙ্গে’। ২৪ বছরে এই ছবি যেন এখনও
দর্শকদের পছন্দের প্রথম সারিতে রয়েছে। ছবিটি আলাদ জায়গা করে নিয়েছে দর্শকদের
হৃদয়ে। তাহলে ছবি অভিনেতা-অভিনেত্রীদের কাছে ছবিটি যে আরও স্পেশাল হবে তা তো বলবাই
বাহুল্য। ১৯৯৫ সালের ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজলের এই
ছবি। আর এই দিনটির কথা মনে রেখেই সোশ্যাল মিডিয়ায় এক মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন
কাজল। সেই পোস্টেই কাজলকে দেখা যাচ্ছে বই হাতে আর শাহরুখ পাশে গিটার হাতে বসে।
অর্থাত সিমরনের পোস্টে রাজ। সেই ছবি টুইট করে অভিনেত্রী লিখেছেন, ”এখনও চমশা রয়েছে
এবং ২৪ বছর পরেও অদ্ভুত জায়গায় বসে বই পড়ি”।
click and follow Indiaherald WhatsApp channel