এবার করোনা ভাইরাসের কারণে চিনে গিয়ে কার্যত গৃহবন্দী হয়ে পড়লেন বর্ধমানের যুবক সাম্য কুমার রায়। গত ২১ জানুয়ারী তিনি চিনের উদ্দেশ্যে বর্ধমান থেকে রওনা হয়। ২২ জানুয়ারী তিনি চিনে পৌঁছান। কিন্তু তারপর থেকেই তিনি গৃহবন্দী। দোকান,বাজার কার্যত সব বন্ধ।খাওয়া দাওয়া পাচ্ছেন না। ফলে চরম সংকটে পড়েছেন তিনি। আর এই খবরে ভয়াবহ দুশ্চিন্তা নেমে এসেছে বর্ধমানের কালীবাজারের রায় পরিবারে। 

বর্ধমানের বাড়িতে বসে সাম্যের বাবা সুজিত রায় এবং মায়ের কার্যত দুশ্চিন্তায় ঘুম উবে গেছে। প্রতিনিয়ত ছেলের সঙ্গে যোগাযোগ করছেন। যোগাযোগ করার চেষ্টা করছেন আত্মীয় স্বজনদের সঙ্গেও। কিন্তু এখনও কোনো সুরাহা মেলেনি। সোমবার সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি ভারত সরকারের কাছে তাঁরা করুণ আবেদন করেছেন, যেমন করেই হোক সাম্যকে ভারতবর্ষে ফিরিয়ে আনা হোক। নাহলে গোটা চীন জুড়ে করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সাম্যও আক্রান্ত হয়ে যেতে পারে।

మరింత సమాచారం తెలుసుకోండి: