২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন
বলিউড অভিনেত্রী সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। নিশা তাঁদের জাবনে
ভগবানের আর্শিবাদের মতো। নিশাকে দত্তক নেওয়ার পর সারেগেসির মাধ্যমে আরও দুই মেয়েকে
নেন সানি ও ড্যানিয়েল।
নিশার প্রথম জন্মদিন ডিজনিল্যান্ডে পালন করলেও এ বছর মেয়ের জন্মদিন নিজের বাড়িতেই পালন করনে সানি। সেখানে মেয়ে রাজকুমারীর বেশে সাজিয়ে তুলেছেন। নিজেই তিন সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন সানি। সানির সেই ছবি দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা।
click and follow Indiaherald WhatsApp channel