তিনি টেলিভিশনে পরিচিত মুখ। আবার বিগ বসের প্রতিযোগীনি। সম্প্রতি বিগ বসের ঘরে ছপক-এর প্রচারে এসে লক্ষ্মী আগারওয়াল তাঁর জীবনের কথা জানিয়েছেন। সেই সঙ্গে বিগ বসের ঘরের প্রতিযোগীরাও তাঁদের কথা শেয়ার করেন। সেখানেই অভিনেত্রী মধুরিমা তুলি তাঁর ব্যক্তিজীবনের কথা বলেছেন। তাঁর কথায়, “যে ব্যক্তি আমার শ্লীলতাহানি করতেন তিনি আমার গৃহশিক্ষক। তখন আমি খুবই ছোট।” কাঁদতে কাঁদতে মধুরিমা বলেন, “আমি আর আমার ভাই একইসঙ্গে ওর কাছে পড়তাম। বহু বার সেই ব্যক্তি আমায় অশালীন ভাবে শরীরের বিভিন্ন জায়গায় ছোঁয়ার চেষ্টা করতেন। ভাই থাকত বলে হয়ত নিজেকে কিছুটা গুটিয়ে রাখত। এ রকম বেশ কয়েক বার চলার পর আমি বাবা-মাকে গোটা ঘটনাটি জানাই।”
click and follow Indiaherald WhatsApp channel