২ অক্টোবর মুক্তি পেয়েছে পাসওয়ার্ড ছবিটি। ইতিমধ্যেই
দর্শকদের মধ্যে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। এবং অভিনেতা- অভিনেত্রীদের অভিনয়ও মন
কেড়েছে দর্শকদের। রাজ্যপাল জগদীপ ধনকড়ও গিয়েছিলেন ছবিটি দেখতে। তবে ছবি মুক্তির
পর একটি ঘটনা সামনে আনলেন অভিনেত্রী রুক্মিণী। ৬০ টি ইঁদুরের সঙ্গে শর্ট দিতে
হয়েছিল তাঁকে। একটি দৃশ্যে তাঁরে এবং অদ্রিতাকে জেরা করা হচ্ছিল। সিনটি আরও ভয়ঙ্কর
করতে পরিচালক বলেছিলেন ইঁদুর ছেড়ে দেওয়া হবে। তখন রুক্মিণী ভেবেছিলেন, হয়তো সিজি করা
হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সত্যি ছেড়ে দেওয়া হয়েছিল সেই ইঁদুরগুলিকে। যদিও
সিনটি ছবিটে দেখানো হয়নি।
click and follow Indiaherald WhatsApp channel