সম্প্রতি ফাল্গুনীর 'ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই' গানটিই নতুন ভাবে তৈরি করা হয়েছে। যেটি গেয়েছেন নেহা কক্কর। নাম দেওয়া হয়েছে 'ও সজনা'। সম্প্রতি, নেহার গাওয়া এই মিউজিক ভিডিয়ো মুক্তি পাওয়ার পরই বেজায় বিরক্ত নেট নাগরিকদের একাংশ। চটেছেন ফাল্গুনী পাঠক নিজেও। নেহার গাওয়া 'ও সজনা' মুক্তি পেতেই গানটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। নেট নাগরিকদের এমনই কিছু মন্তব্য ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন খোদ ফাল্গুনীও। তাঁর গাওয়া এই গান ও মিউজিক ভিডিয়োটি নতুনভাবে তৈরি করা প্রসঙ্গে বিরক্ত ফাল্গুনী বলেন, 'আমার ইচ্ছা করছে ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। এবং সেটা করতে পারলে খুশি হতাম। তবে এই গানের সত্ত্ব আমার নয়, তাই এটা করতে পারছি না।' ফাল্গুনী জানান, এই গানটি নতুন করে তৈরি করার আগে নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর কথায়, 'নাহ, এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।'

অন্যদিকে, সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কইফের প্রেমকাহিনি ঘিরে উথালপাথাল হয়েছে বলিপাড়া। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতলেও সলমন-ক্যাটরিনা জুটির মায়াজাল থেকে বেরোতে পারেনি সিনে দুনিয়া। কিন্তু এই জুটির রসায়ন নিয়ে যতই চর্চা হোক না কেন, ক্যাটরিনার চোখে সলমন নাকি রোম্যান্টিক নন!  বহু বছর আগে পরিচালক-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন ক্যাটরিনা ও অভিনেত্রী লারা দত্ত। সেখানে এক মজার প্রশ্নের জবাব দিতে গিয়ে সলমনকে ‘মোস্ট রোম্যান্টিক’ তকমা দিতেই চাননি ক্যাটরিনা। সলমনের বদলে তাঁর ভাই আরবাজ খানকে এই তকমা দিয়েছিলেন নায়িকা। ২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এর এক পর্বে সলমন খান ও তাঁর দুই ভাই আরবাজ ও সোহেলের মধ্যে কে সবচেয়ে বেশি রোম্যান্টিক, তা জানতে চান করণ। প্রশ্ন শুনেই ক্যাটরিনার পাশে বসে লারা বলেন, ‘‘দয়া করে বলো, সলমন।’’ লারার এই কথা শুনে ক্যাটরিনা সটান ‘না’ বলে দেন। তার পরই ক্যাট বলেন, ‘‘আমার মনে হয় আরবাজ।’’ যে উত্তর শুনে হেসে ফেলেছিলেন সকলে।

మరింత సమాచారం తెలుసుకోండి: